দুবাইয়ে বিয়ানীবাজারের এক প্রবাসীর অকাল মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া (তেরাদল) গ্রামের দুবাই প্রবাসী বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা,সংযুক্ত আরব আমিরাত এর সহ-সভাপতি আব্দুল মুকিত মছনু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে আরব আমিরাতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১ মে ) রাত ১ টায় হঠাৎ ইন্তেকাল করেন।
মৃত্যুর এ তথ্য নিশ্চিত করে চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী সাইম আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার আমাদের গ্রামের সবার প্রিয় আব্দুল মুকিত মছনু মিয়ার মরদেহ দেশে আসার কথা রয়েছে।
এদিকে, সদা হাস্যোজ্বল ও এলাকার সকলের প্রিয় মুখ আব্দুল মুকিত মছনু মিয়ার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নামে শোকের ছায়া। দেশ এবং প্রবাসে বসবাসরত এলাকার সবাই তার এই অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।