বাবার জানাজায় ছেলের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আব্দুর রশিদ সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এই জানাজায় অংশ নেয় তারই ছেলে শহিদুল ইসলাম (৫০)। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয় বিদরক এ ঘটনাটি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পুর্ব শ্রীরামপুর গ্রামে ঘটে।
স্বজনরা জানায়, বুধবার (৩ মে) সকালের দিকে আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা গেছেন। রাত সোয়া ৯ টার দিকে মরহুমের জানাজায় অংশগ্রহণকালে তার ছেলে শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া বলেন, রশিদ সরকারের জানাজার সময় ও তার ছেলে শহিদুল ইসলাম মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে বাবার কবরের পাশে শহিদুল ইসলামকে দাফন করা হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে।





