কাল সিলেটে আসছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ
আসন্ন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কর্মীদের নির্দেশনা দিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা শুক্রবার সিলেটে আসছেন। এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা শাখা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে ও কাজে উদ্যোমী করতে এক কর্মীসভা আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় নগরীর কারিমিয়া মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুছ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, প্রধান বক্তা হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরশেনের মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।





