ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না: জগন্নাথপুরে ডন
জগন্নাথপুরে উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলামের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। মঙ্গলবার বিশাল কর্মিবাহিনি নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করেছেন।
সকালে মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজার থেকে প্রচারনা শুরু করেন।দুপুরে জগন্নাথপুরে বাজারে গণসংযোগ শেষে বাজার তদারক কমিটির কার্যালয়ের এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কখনো পরাজিত করা যায় না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নেই। তিনি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মিদের আহবান জানান। পৌর আওয়মী লীগের সভাপতি ডা. আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মিন্টুরঞ্জন ধর, প্রবাসী আওয়ালীগ নেতা কামাল মিয়া, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন, শাহ আব্দুর রাজ্জাক, রাখাল গোপ, ইকবাল হোসেন, সাবুল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রনি মিয়া, আমিনুল ইসলাম, সামসুল মিয়া প্রমুখ।
পরে গড়গড়ি, মিরপুর বাজার, শ্রীরামিসিবাজার, রসুলগঞ্জবাজার ও সন্ধায় লোহারগাঁওয়ে গণসংযোগ ও নৌকার জন্য ভোট প্রার্থনা করেন আজিজুস সামাদ আজাদ ডন। দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমসেদ মিয়া তালুকদার, হাজি মানিক মিয়া, ডা. রফিক মিয়া, মো. হারিছ আলী, রইছ আলী, মাস্টার আব্দুর রহিম, যুবলীগ নেতা মহি উদ্দিন, সিলেট ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কয়েস মিয়া, এস এম মাসুম আহমদ, শাহ শাহিন, মুক্তাদির হোসেন, সুমেল শাহ, রুহেল আহমদ, রিপন মিয়া, গণসংযোগকালে আজিজুস সামাদ ডন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, প্রবাসী আওয়ামী লীগ নেতা মিয়া আক্তার হোসেন ছানু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমদের কবর জিয়ারত করেন।





