উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও ভোট কামনা করলেন কাউন্সিলর মুনিম
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিম বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এই প্রথম ইবিএম পদ্ধতিতে ভোটদান হচ্ছে তাই ভোটারদের এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে এটা হচ্ছে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় । তিনি এই ওয়ার্ডের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরে বলেন, বিগতদিনের ন্যায় ১৪নং ওয়ার্ডের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাউন্সিলর পদে ভোট দানের আহবান জানান। মনোনয়নের ব্যাপারে ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছি সকলের পরামর্শে মনোনয়ন সংগ্রহ করেছি মনোনয়ন দাখিল করব সম্পূর্ন এলাকাবাসীর পক্ষে তাই জয় পরাজয়ের সাথে এলাকাবাসীর সম্মান জড়িত এই ব্যাপারে সকলকে দৃষ্টি দেয়ার আহবান জানান। কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিমের মনোনয়নপত্র জমাদান উপলক্ষে পরামর্শ সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
২১ মে রবিবার রাতে ছড়ারপারস্থ কাউন্সিলর বাড়িতে ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে ছড়ারপার পঞ্চায়েত কমিটির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছড়ারপার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদকমো: সাইফুল আলম খান কয়েসের স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাম মওলা দারা , আব্দুল মজিদ তরফদার, আব্দুল কাদির দুদুমিয়া, হাজী আব্দুর রহমান, হাজী আবদুল্লাহ, পান্না দেব, কামাল আহমদ, সৈয়দ নূরুল ইসলাম বাবলা, এম এ মতিন, ইমন আহমদ, শিপলু খান প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এমদাদুল উলূম ছড়ারপার মাদ্রাসার ছাত্র মোস্তাফিজুর রহমান,সভাশেষে দোয়া পরিচালনা করেন শাহচট জামে মসজিদের ইমাম মাওলানা ইমতিয়াজ উদ্দিন।





