হবিগঞ্জে তোঁতা মিয়া হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায়
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৩৯,অপরাহ্ন ০৯ মে ২০২৩ | সংবাদটি ৯১ বার পঠিত
হবিগঞ্জে বহুল আলোচিত তোঁতা মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. ওমর আলি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছন।
রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে





