সিলেটে সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত
সিলেটের জকিগঞ্জে অটোবাইক ও ট্রলির সংঘর্ষে এক ভাই নিহত অপর ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার (২ মে) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ী রাস্তার সংযোগ স্থলে ট্রলিগাড়ীটি অটোবাইককে ধাক্কা দিলে অটোবাইক যাত্রী ঘেচুয়া গ্রামের জমিল আহমদের ছেলে মাহফুজ আহমদ (৯) ঘটনাস্থলেই নিহত হয়। তার ছোট ভাই মাছরুর আহমদ (৭) গুরুতর আহত হয়ে সিলেট এমএসজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,ঘেচুয়া গ্রামের দিন মজুর জমিল আহমদের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে অটোবাইক যোগে আত্মীয়ের বাড়ী হইতে বাড়ী ফিরছিলেন। জকিগঞ্জ-সিলেট সড়ক ও গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থল গোয়াবাড়ী যাত্রী ছাউনীর পাশে পৌছিলে বিপরীত দিক থেকে দূরত্বগতিতে আসা একটি ট্রলিগাড়ী ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষতিক ট্রলি মালিক ও চালক গোওয়াবাড়ি গ্রামের বাদল মিয়ার ছেলে ছানু আহমদ পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ ট্রলিচালক ছানু আহমদকে গ্রেফতারের চেষ্টা করছে।





