সিলেটের ওসমানীনগরে রিকশা চালকের লাশ উদ্ধার
সিলেটের ওসমানীনগরে সড়কের পাশ থেকে বজেন্দ্র শব্দকর (৫৫) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। নিহত বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামের মৃত রাজেন্দ্র শব্দকরের ছেলে। শুক্রবার (৫ মে) বিকালে বুরুঙ্গা ইউনিয়নের মহাসড়ক-বুরুঙ্গাবাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার লাশ পাওয়া গেলেও রিকশার কোন হদিস মিলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হন বজেন্দ্র। তবে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। শুক্রবার ৩টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কেওয়ালী পুলের পাশে একটি লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।





