ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:১৫:১৭,অপরাহ্ন ৩০ মে ২০২৩ | সংবাদটি ১২২ বার পঠিত
ফ্রান্সে প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ফ্রান্সের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেজাউল করিম মিঠুর বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামে। তিনি ১০ মাস আগে ফ্রান্সে এসেছিলেন। গত ২৪ এপ্রিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।





