না ফেরার দেশে চলে গেল আব্দুল্লাহ মেহরাজ
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ফতেহপুর গ্রামের লুৎফুর রহমান (কহেল আহমদ) এর একমাত্র ছেলে আব্দুল্লাহ মেহরাজ ইন্তেকাল করিয়াছে। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছে। আব্দুল্লাহ মেহরাজ তৈমুন্নেছা কিন্ডারগার্টেন এর সাবেক ছাত্র (২০২১ সালের ৮ম শ্রেণির)। আব্দুল্লাহ মেহরাজ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাদিন ছিল।
আজ শুক্রবার (৫ মে ) ফতেহপুর গ্রামে বাদ জুম্মার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তারা মৃত্যুতে, স্কুলের শিক্ষক, সহপাঠী, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সবাই দোয়া করেন আল্লাহ যেন তার মা-বাবা ও পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমীন।
এদিকে, তার মৃত্যুতে স্কুলের এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন…
অ স্যার, অ স্যার বলে তুই যে আমার কাছে আসতে এটা যে বুলতে পারতেছি না এখনও।
আহহহ, আহহহহ।
খুবি শান্তসৃষ্ট প্রকৃতির আমার খুব প্রিয় একছাত্র ছিল সে। ভদ্র আর নম্র স্বভাবের কারনে তার প্রতি অন্যরকম এর ভালোলাগা কাজ করতো।
আমরা(স্যাররা) মারাগেলে তুই আমার খাটিয়া তর কাদে নেওয়ার কথা আর
তু্ই কিনা আগেই চলে গেলে।।।।
দয়াকরে সবাই আমার আব্দুল্লাহ মেহরাজ জন্য দোয়া করবে ।
ইয়া আল্লাহ!!!
আমার প্রিয় আব্দুল্লাহ মেহরাজ কে জান্নাতের উচ্চ স্থানে জায়গা দিও।





