এড.আব্বাছ উদ্দিনের মায়ের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৪৫,অপরাহ্ন ২২ মে ২০২৩ | সংবাদটি ৯১ বার পঠিত
সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের মাতা আজ সোমবার (২২ মে ) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে,মরহুমার জানাজার নামাজ আজ সোমবার রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজার শেওলা ইউনিয়নের শালেশ্বর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।





