দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সিলেটের জকিগঞ্জের আটগ্রাম ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মঞ্জুর আহমেদ আতহারকে বুধবার (২৬ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
ওসমানীনগর থানায় দায়ের করা ২০১৯ সালের একটি মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন সিলেট আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত বুধবার উক্ত চার্জসিট আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ওই মামলায় মঞ্জুর আতহার ছাড়াও অন্য আরও দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
জানা গেছে, আটগ্রাম তহসিল অফিসের বর্তমান তহসিলদার মঞ্জুর আহমেদ আতহারের বিরুদ্ধে বর্তমান কর্মস্থলেও অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আটক মঞ্জুর আহমেদ আতহার ছুটিতে ছিলেন। মামলাটি অন্য কর্মস্থলের হওয়ায় এ ব্যাপারে তেমন কিছু আমার জানা নেই।