গোয়াইনঘাটে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সিলেটে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) রৌদ্রের তীব্রতা সহ্য করে সকাল ১১.৩০ থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে ছাত্রলীগের একটি দল গোয়ানঘাটে উপজেলার ফতেপুর ইউনিয়নে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সিলেট জেলা ছাত্রলীগ চলতি বোরো মৌসুমে কৃষকের ক্ষেতের বোরো ফসল কেটে কৃষকের উঠানে পৌঁছে দিতে শুরু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ফতেপুর ইউনিয়নে কৃষক ময়না মিয়া জানান, হাওর থেকে ধান কেটে আমার উঠানো পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাকে সহযোগিতা করার জন্য ছাত্রলীগের এই কর্মকান্ডে খুব খুশী। এতে শ্রমিক মজুরীর সাশ্রয় হয়েছে।
এদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, যে সব জমির ধান কাটার উপযোগী হয়েছে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্রলীগ রাজনৈতিক আন্দোলন যেমন করতে পারে, তেমনি কৃষেকের পাশেও দাঁড়াতে যানে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব ।
নেতৃবৃন্দ আরো জানান, বুধবার প্রায় ২ বিগা জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছি। ছাত্রলীগ সবসময় কৃষকের পাশে থাকবেন বলেও জানান তিনি।