ঈদের দিনে বিয়ানীবাজারে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজারে ৩ (তিন) কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ অপরাধ দমন, আসামি গ্রেফতার, মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও মাদক ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ এর একটি চৌকস টিম বিয়ানীবাজার থানাধীন দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি সাকিনে জিরোপয়েন্ট-মইয়াখালী রোডে ভাংগা পুলের উপর অভিযান পরিচালনা করে বদই মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উত্তর দুবাগের রফিক মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার সহকারীর মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে ৩ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।