সিলেটের সর্বস্তরের জনগণকে জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির খানের ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, সংবাদকর্মীসহ দেশ ও প্রবাসে বসবাসকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
এক শুভেচ্ছা বার্তায় নাসির খান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সবার পরিবারের জন্য বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি অনাবিল আনন্দ। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলার প্রতিটি ঘর আলোকিত হয়ে উঠুক ঈদের আনন্দ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ‘গঠনে মহান আল্লাহর রহমত কামনা করেন।