গোলাপগঞ্জে শবেকদরের রাতে গরু চুরি, গ্রেপ্তার ৫
সিলেটের গোলাপগঞ্জে শবেকদরের রাতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ৫ চোর। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বনগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কানাইঘাট উপজেলার পশ্চিম দর্পনগর গ্রামের মৃত ফণাফুল বারীর ছেলে আব্দুর রহমান (৪৫), পূর্ব দর্পনগর গ্রামের মৃত এখলাছুর রহমানের ছেলে মারুফ উদ্দিন (২২), দিঘিরপাড় গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে তারেক আহমদ (২২), গোলাপগঞ্জ উপজেলার কালিডহর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে লুলন মিয়া (৬০), তার ছেলে সাজু মিয়া (২১)।
এসময় কানাইঘাট উপজেলার পশ্চিম দূর্গনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুর রহমান মাহিন (২১) পালিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮ থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারাবির নামাজ ও শবেকদরের নামাজের মাঝামাঝি সময়ে উপজেলার বনগ্রামের বসির আলীর গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে আল এমদাদ ডিগ্রি কলেজ মাঠে নিয়ে যায় চুরেরা। পরে তারা পিকআপ ভ্যানে গরুর তোলার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত হয়ে তাদেরকে ঘিরে ফেলে। এসময় স্থানীয়রা ৪টি গরু, পিকআপ ভ্যানসহ ৫ গরু চোরকে আটক করে। এসময় ১জন চোর পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
পরবর্তীতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আব্দুর রহমানের পরিকল্পনা অনুযায়ী কানাইঘাট থেকে পিকআপ গাড়িসহ তার সহযোগী চোর মারুফ উদ্দিন, তারেক আহমদ ও সাইফুর রহমান মাহিনকে নিয়ে এ চুরির ঘটনা ঘটায়। এর আগেও তারা আব্দুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলায় একাধিক চুরির ঘটনা ঘটায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।