রমজানের ইবাদতকে পরিশুদ্ধ করতে হালাল উপার্জনের বিকল্প নেই
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থাদ্বয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় ‘নামাজ ও নেক আমল শিক্ষা কার্যক্রম’ এর তত্ত¡াবধানে জল্লøারপার জামে মসজিদের নীচতলায় রমজান উপলক্ষে মাসব্যাপী ‘কোরআন তেলাওয়াত ও নামাজা শিক্ষা কার্যক্রম’ পরিচালিত হয়। সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনের সাথে ‘নামাজ ও নেক আমল শিক্ষা কার্যক্রম’ এর ইফতার মাহফিল শনিবার (১৫ এপ্রিল ২০২৩) জল্লøারপার জামে মসজিদের নীচতলায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মোনাজাত করেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
ইফতার মাহফিল পূর্বে বক্তারা বলেন, মানুষকে জীবন ধারণের জন্য জীবিকা নির্বাহ করতে হয়। জীবিকা নির্বাহের ক্ষেত্রে হালাল ও হারাম সম্পর্কে অবগত থাকা আবশ্যক, যেন হালালকে হারাম থেকে পার্থক্য করে হালালকে গ্রহণ আর হারামকে বর্জন করা যায়। জীবিকার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবিকায় হারামের সংস্পর্শ থাকলে কিংবা হারাম লেনদেনের সঙ্গে সংযুক্ত থাকলে রোজাসহ কোনো ইবাদতই কবুল হবে না। এজন্য হালাল জীবিকার উপায় অবলম্বন করা ওয়াজিব। হারামপন্থায় উপার্জিত সম্পদ থেকে জীবনযাপন করলে নামাজ-রোজাসহ কোনো ইবাদতের সওয়াব হয় না। হারাম উপার্জন একজন মুসলমানের দুনিয়ার জীবনকে কলুষিত করে এবং পরকালীন জীবনের জন্য শাস্তি বয়ে আনে। দুনিয়ার জীবনকে কলুষমুক্ত, ইবাদতের সওয়াব অর্জন এবং পরকালীন জীবনে আল্লাহর শাস্তি থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য হালাল উপার্জনের বিকল্প নেই। বক্তারা আরো বলেন সর্বোপরি রমজানের ইবাদতকে পরিশুদ্ধ করতে হলে হালাল উপার্জনের বিকল্প নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, নামাজ ও নেক আমল শিক্ষা কার্যক্রমের প্রশিক্ষক হাফিজ সুলাইমান আহমদ, হাফিজ আব্দুল মুছাব্বির ও হাফিজ আব্দুল্লাহ আল মামুন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিজিত চন্দ, সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিলাদ আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সদস্য শাহীন আহমদ, জল্লারপার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খন্দকার ইনান হোসেন সহ নামাজ ও নেক আমল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহনকারী অর্ধশতাধিক প্রশিক্ষার্থী।
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল বুধবার বিকাল ২ ঘটিকায় নামাজ ও নেক আমল শিক্ষা কার্যক্রমের ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে মাসব্যাপি কার্যক্রম সমাপ্ত হবে।