ইমপোর্ট ডার্মা কসমেট্রিক্স ওয়েলফেয়ার এসোসিশন’র দোয়া ও ইফতার মাহফিল
ইমপোর্ট ডার্মা কসমেট্রিক্স (আই.ডি. সি) ওয়েলফেয়ার এসোসিশন সিলেট এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) নগরীর হোটেল ফারমিছ গার্ডেনে এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইমপোর্ট ডার্মা কসমেট্রিক্স (আই.ডি. সি) ওয়েলফেয়ার এসোসিশন আহবায়ক মো: সবুজ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাহেল আহমেদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.ডি. সি) ওয়েলফেয়ার এসোসিশনের উপদেষ্টা গোলাম সামদানী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাহরুল ইসলাম, মো: আব্দুল মনাফ, মো: হারুনুর রশিদ, মো: আব্দুল কাইয়ুম, সাংবাদিক মো: আজমল আলী, মোহাম্মদ জাকির আহমদ, মো: ইলিয়াছ আলী, মো: আমিরুল ইসলাম, রাসেল শিকদার, বাদল চৌধুরী, পি.কে হাসান, সদস্য কামরুজ্জামান হাসান, মিন্ট ুমিয়া, রাফি আহমদ, তানিম আহমদ, হাসিবুল ইসলাম, রাকিব হাসান, অপু দাস, মো: ফয়সাল মিয়া, রাতুল তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।