ঈদ উল ফিতর উপলক্ষে মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ঈদ সামগ্রী বিতরণ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এর পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৩টায় সোনার পাড়াস্থ নিজ বাসায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা সব সময় জনগণের পাশে আছি এবং পাশে থাকব ইনশাআল্লাহ। জনগণের খেদমতকে আমরা এবাদত মনে করি। যে কারণে নির্বাচনকালীন সময় হোক আর অন্য যেকোনো সময় হোক সব সময় জনগণের খেদমতে আমরা আমাদের হাত প্রসারিত রাখি। তিনি বলেন আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে প্রতিটা মূহুর্ত জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ রাখব। আমি হলাম এই নগরীর সন্তান, এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা।
তিনি আরো প্রতিদিন এই নগরীতে দৌঁড়ে এপ্রান্ত থেকে ও প্রান্ত যাই। এই নগরের প্রতিটি বালিকনার সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমি ভালোভাবে জানি এই নগরের কোথায় কি সমস্যা আছে। কোথায় কি প্রয়োজন আছে। আমি নির্বাচিত হলে জনগণের চাহিদা মতো করে সাজাতে পারবো এই নগরকে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইফজালুর রহমান, মিসবাহ আহমদ, সামাদ আহমদ, কামরুল ইসলাম, শামিম আহমদ, পাপলু আহমদ ওলিউর রহমান সাদিক, সারোয়ার হোসাইন প্রমুখ।