৫ সিটিতে নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আ’লীগ
সিলেট সহ পাঁচ সিটিতে দলীয় মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।
পাঁচ সিটি করপোরেশনে দলীয় মনোনয়ন প্রাপ্ত পাঁচ মেয়র প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আধ্যাত্বিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।
একই সাথে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভ করায় নেতৃবৃন্দ মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।