গোলাপগঞ্জে ৩ শতাধিক পরিবারের পাশে মুহিবুল-পিয়ারা ট্রাস্ট
সিলেটের গোলাপগঞ্জে সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে ট্রাস্টের কার্যালয় সংলগ্ন মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ জাকির আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমেদ মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, সদস্য এম এ ওয়াদুদ এমরুল, পশ্চিম আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, শিক্ষক নুরুল আম্বিয়া, এ এইচ এম শফি চৌধুরী, ইউপি সদস্য কাওছার আহমদ, পশ্চিম আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতানা।
বিতরণ অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া হাফিজিয়া আমনিয়া কদমরসুল মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেল।
এসময় পশ্চিম আমুড়া ইউনিয়নের প্রায় ৩শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।