৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম পাপ্পু
আর কয়দিন পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সিলেট মহানগর সন্তান কমান্ড ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু । তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে চলছেন।
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম পাপ্পু বলেন, ৫নং ওয়ার্ডবাসীর বিপদ-আপদে, সুখে-দুঃখে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। এলাকাবাসীর প্রতি আমার সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে যার ফলে আমি প্রতিনিয়তই ছোট-বড় সহ এলাকার সকল বয়সী মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। সকলের দোয়া ও সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডকে আধুনিক রুপে রূপান্তরিত করে ওয়ার্ডবাসীর সেবক হয়ে বেঁচে থাকতে চাই।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতিক বরাদ্দ ২ জুন।