ভয়াবহ আগুন ঢাকা নিউ মার্কেটে
রাজধানীর নিউ সুপার মার্কেটের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী নিউমার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ বলেন, “নিউমার্কেটের একটি ভবনের তিন তলায় আগুন লেগেছে। আমরা ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়েছি।”
ইতিমধ্যেই আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বেরোচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবিও যোগ দিয়েছে বলে জানা গেছে।