কে পাচ্ছেন নৌকা? টান টান উত্তেজনা সিলেট সিটিতে
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভোটার এবং মেয়র প্রার্থীরা টান টান উত্তেজনায় পার করছেন প্রতিটা মূহুর্ত। মেয়র পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন? আজ শনিবার (১৫ এপ্রিল) নির্ধারণ হবে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে কে পাচ্ছেন নৌকা?
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে গত বুধবার শেষ দিনে সিলেট সিটির আওয়ামী লীগের ১১ জন মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে নৌকার আবেদনপত্র জমা দিয়েছেন। এঁদের সবাই আশা করছেন দলীয় প্রতীক নৌকা “তিনিই” পাচ্ছেন।আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে এখন পুরো সিলেট নগর জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জনের নানা মন্তব্যে, নানা আলোচনা, চুলচেরা বিচার বিশ্লেষণ। অনেকেই মনে করছেন সিলেটে নতুন মুখ আসছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিলেট সহ ৫ সিটির দলের একক দলীয় নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করবেন। এখন অপেক্ষায় সিলেট সিটিতে শেষমেশ কে পাচ্ছেন নৌকা প্রতীক?
নৌকা চেয়ে মেয়র পদে যারা দলীয় মনোনয়ন চেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিসিক ৪ বার কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম -সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও ব্যবসায়ী-ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতিক বরাদ্দ ২ জুন।