সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা
সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকাদের নামের তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী।
বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে হাঁটুর বয়সী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে প্রেম করছেন সালমান। তবে এ নিয়ে বরাবরই মুখে কুলুপ এটে রেখেছেন ভাইজান। দক্ষিণি তারকা পূজাও এতদিন কিছু বলেননি। এবার তিনি মুখ খুললেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘এ বিষয়ে আমি কি বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।’
তবে পূজা বিষয়টি এড়িয়ে গেলেও গুঞ্জন বলিউডবাসী ঠিকই ধরে নিয়েছেন, তাদের এই প্রেমের খবর সত্য। গুঞ্জন রয়েছে, দুজনে নাকি চুপি চুপি দেখা সাক্ষাৎ করেন।
সালমান এখন ব্যস্ত ‘কিসি কি ভাই কিসি কা জান’ছবিটি নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা। গত বছর এ ছবির শুটিং সেটে পূজার জন্মদিন পালন করেছেন সালমান। এসব খবর তাদের প্রেমের গুঞ্জন আরও উসকে দিয়েছে।