সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগ কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সদস্যরা।
এক বিবৃতিতে তারা জানান, চলতি বছরের ২১ মার্চ একটি স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে ৪টি পদে লোক নিয়োগ দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ৫ সদস্যদের নিয়োগ কমিটিতে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডিজি’র প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একজন অভিভাবক সদস্য।
বিবৃতিতে উল্লেখ করেন, সরকারের নীতিমালা মেনেই নিয়োগ কমিটি লোক নিয়োগ দিয়েছেন। কিন্তু নিয়োগ চূড়ান্ত হওয়ার পরেও ব্যক্তি আক্রোশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু স্বার্থান্বেষী লোক অবৈধ সুযোগসুবিধা নেওয়ার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচারে যাতে কেউ বিভ্রান্ত না হয় সে অনুরোধ জানিয়েছে প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।