শাল্লায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ৮৪টি ট্যাব বিতরণ
স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শাল্লার মাধ্যমিক ও সমমান বিদ্যালয় সমূহের (৯ম ও ১০ম শ্রেণি) মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পের ৮৪টি ট্যাবলেট (মোবাইল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে আনুষ্ঠানিক এসব ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা দিরাই মো. আইনুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও ছাত্রছাত্রী বৃন্দ।
এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর এই উদ্যােগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘তোমাদের মা-বাবার এনআইডি দিয়ে সিম কার্ড তুলে নিয়ে ট্যাবগুলো ব্যবহার করতে পারবে। ট্যাবগুলো যাতে ইতিবাচক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান বক্তারা।’
বক্তারা আরো বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমানে আমাদের শাল্লা যে পরিমাণে এগিয়ে রয়েছে তা ১০ বছর আগে ছিল না। বর্তমান বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আমাদের শাল্লার সন্তানকে উদাহরণ দিয়ে বক্তারা ভবিষ্যতে শাল্লা থেকে যাতে আরো কয়েকজন বাংলাদেশ পুলিশ প্রধান সৃষ্টি হয় সে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আজকে যারা এই ট্যাবগুলো গ্রহণ করবেন তারা আসলেই সৌভাগ্যবান। তোমাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গঠন হবে সেই প্রত্যাশা।