গোয়াইনঘাটে খালিকিয়া ফাউন্ডেশনের নগদ অর্থ ও তালগাছ গাছ বিতরণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়নের লামাপাড়া খালিকিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ ও তাল গাছ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকাল ২ টায় খেদমতে খলক্ব-এ নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন খালিকিয়া ফাউন্ডেশন এর আয়োজনে এবং গ্রাফিক্স জোন অফসেট প্রেস এর সহযোগিতায় গোয়াইনঘাটস্থ সালুটিকরের লামাপাড়া কলরবাড়িতে মাহে রমজান উপলক্ষে ৬০ জন দুস্থদের মাঝে নগদ এক হাজার ও দূটি করে তাল গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খালিকিয়া ফাউন্ডেশনের সভাপতি নেছার আহমদ জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং নন্দির গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং নন্দির গাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: জালাল উদ্দিন।
সভাপতির বক্তব্যে নেছার আহমদ জামাল বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর সৃষ্টি সকল অসহায় মানুষের জন্য খালিকিয়া ফাউন্ডেশনের সহায়তার হাত প্রসারিত থাকবে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ঝরে পড়া রোধে কাজ করবে খালিকিয়া ফাউন্ডেশন।পাশাপাশি আগামী বছর থেকে লামাপাড়া দারুল কেরাতে যারা কোমলমতি শিক্ষার্থীকে ইসলামী বুনিয়াদি শিক্ষা দিয়ে থাকেন সেই সব শিক্ষককে খালিকিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ শুভেচ্ছা বিনিময় করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এস কামরুল হাসান আমিরুল বলেন,খালিকিয়া ফাউন্ডেশন এর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।তিনি এই ফান্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।পাশাপাশি গোয়াইনঘাট ছাত্র পরিষদের দুর্যোগকালীন সময় থেকে তাদের সুনিপুণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি আরো বলেন, সমাজের প্রতিটা সামাজিক সংগঠন এভাবে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলো আর অসহায় থাকবে না এবং তারা তাদের অসহায় মনে করবে না।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।