হকির ভারত সফর বাতিল!
বাংলাদেশ হকি ফেডারেশন জুনিয়র হকির বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে হকি ফেডারেশন অ-২১ দলকে ভারতে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিল। আকস্মিকভাবে হঠাৎ সেই পরিকল্পনা থেকে সরে আসছে ফেডারেশন এমনটাই জানা গেছে।
অ-২১ দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, ‘আমরা কিছুদিন আগে সরকারি আদেশ পেয়েছি। এখনও নোট ভারবাল হয়নি। নোট ভারবালের পর ভিসার আবেদন করতে হয়। বর্তমানে ভারতের ভিসা পেতে দুই সপ্তাহের বেশি সময় প্রয়োজন। অন্য দিকে ভারত থেকেও একটি অনুমতিপত্র প্রয়োজন ছিল। সেটাও পাওয়া যায়নি। সামগ্রিক প্রেক্ষাপটে ভারতে গিয়ে অনুশীলন ম্যাচ খেলাটা সম্ভবপর নাও হতে পারে।’
ভারতে অনুশীলন ম্যাচ খেলতে পারলে প্রিন্স লালদের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হতো। ভারতে অনুশীলন না হলে ঢাকাতেই অনুশীলনের বিকল্প ভাবনা করছেন কোচ, ‘ভারতে অনুশীলন হলে দলের জন্য অবশ্যই দারুণ হতো। সামনে ঈদ, ভিসা পাওয়া সময়সাপেক্ষ এই প্রেক্ষাপটকেও বিবেচনায় আনতে হবে। ঢাকাতেই আমাদের অনুশীলন চলমান রয়েছে।’
ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে। নোট ভারবাল ও ভারতীয় ভিসা এই মাসের শেষে পেলেও অন্তত তিন সপ্তাহের বেশি সময় হাতে থাকে। এরপরও ফেডারেশন সেই দিকে হাটছে না বলে জানা গেছে। জুনিয়র এশিয়া কাপ হকির ভারতে অনুশীলন পর্বের জন্য ৩৩ জনের সরকারি আদেশ হয়েছে। সেই আদেশে পর্যবেক্ষক রয়েছেন ৪ জন। এর মধ্যে সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের পরিবারের সদস্য রয়েছেন তিন জন। এ নিয়ে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বস্ত সূত্রের খবর, ভারত সফর বাতিলের ভাবনার পেছনে এটাও অন্যতম বড় কারণ।