কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ’র দোয়া ও ইফতার বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর উদ্যোগে রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) বিকেলে কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতি ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁন মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেন মায়া, সাংবাদিক আবিদুর রহমান, কবির আহমদ, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মুমিন, কোম্পানীগঞ্জ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম, কোম্পানীগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিপন আহমদ, কোছাক সহ-সভাপতি নোমান আহমদ, হাফিজ নুরুল হক, আব্দুল হাকিম, এস এইচ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, ফাহাদ আহমদ, ফাহিম আহমদ, আইন ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিদ্দিকী আবুল আলা, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, উপ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
ইফতার মাহফিলের পূর্বে থানা বাজার পয়েন্টে উপজেলার বিভিন্ন এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় ইফতার ও পবিত্র কোরআন শরিফ উপহার প্রদান করেন কোছাক বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মাহফুজুর রহমান।