বাস থামিয়ে ফুচকা খাওয়ায় মালিক-চালকের শাস্তি! (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ১:০০:২৪,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৬৪ বার পঠিত
যাত্রিবোঝাই বাস থামিয়ে ফুচকা খেতে গেলেন চালক। টানা ১০ মিনিট দাঁড়িয়ে রইল বাস। অপেক্ষার প্রহর গুনলেন যাত্রীরা। বাস চালাতে চালাতে ফুচকা খাওয়ার জন্য এই বিরতি নেওয়ায় বাসের চালক ও মালিককে অবশ্য শাস্তির মুখে পড়তে হয়েছে।
ঘটনাটি ভারতের গুজরাতের অডালজ এলাকার। সেখানে এক সরকারি বাসের চালকের বিরুদ্ধে বাস থামিয়ে ফুচকা খাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম নীলেশ পারমর। তিনি জুন্দল-ত্রিমন্দির রুটে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমের (বিআরটিএস) বাস চালান। গত শনিবার যাত্রিবোঝাই বাস নিয়ে চালক হঠাৎই স্বাগত সিটি সোসাইটির সামনে দাঁড়িয়ে পড়েন। বাস থেকে নেমে গিয়ে তিনি পাশের দোকান থেকে ফুচকা খান। ফলে টানা ১০ মিনিট থেমে থাকা বাসে যাত্রীদের বসে থাকতে হয় বলে অভিযোগ।