আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর আ’লীগের ‘শান্তি সমাবেশে’
দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আজ ৮ এপ্রিল (শনিবার) বাদ জোহর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আওয়ামী লীগের “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন এ কর্মসূচির তথ্য জানিয়েছেন।
উক্ত “শান্তি সমাবেশে” সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের শান্তি প্রিয় দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণ করে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।