জকিগঞ্জে মা-ছেলের বাড়িতে ফেরা হল না!
প্রকাশিত হয়েছে : ২:০২:১০,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৮ বার পঠিত
সিলেটের জকিগঞ্জে কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের পাশে শুক্রবার (৭ এপ্রিল) ইফতারের পর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।মোটরসাইকেলে থাকা আরোহী মা ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে দূরত্ব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠালে মধ্যরাস্তায় মায়ের মৃত্যু হয়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় ছেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাসার কজাপুর গ্রামের শফিক আহমদ এর ছেলে মাসুম আহমদ (৩৫) পেশায় রাজমিস্ত্রী শুক্রবার তার এক আত্মীয় এর বাড়ি থেকে ইফতার শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।