নবীগঞ্জে যুবদলের ইফতার মাহফিল সম্পন্ন
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় নবীগঞ্জ উপজেলা ৭নং করগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ এর সভাপতিত্বে এবং যুবদল নেতা আনসার মিয়া ও আশিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল।
আমন্ত্রিত অতিথি ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন মাখন, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, উপজেলা যুবদলের সদস্য কপিল মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, পৌর জাসাসের যুগ্ম আহবায়ক সাবের মিয়া, করগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকমল হোসেন, দিলদার মিয়া, সুরুক মিয়া, আলামীন আহমেদ, আউয়াল মিয়া, শাহিন মিয়া, রাহেদ মিয়া, লিটন মিয়া, মুজিবুর রহমান, সালাউদ্দিন।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ এর বড় বোন মরহুমা আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন গুজাখাইর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।