সিলেটে বাসদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ৫ দফা দাবিতে বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাসদ (মার্কসবাদী) জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সদস্য সঞ্জয় কান্ত দাসের পরিচালনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ রুদ্রসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশে চলছে চরম ফ্যাসিবাদী শাসন। নির্মমভাবে দমন করা হচ্ছে সকল প্রকার বিরোধী মত। কেড়ে নেয়া হচ্ছে সভা-সমাবেশ করার মতো সাংবিধানিক অধিকার। গত ১৪ বছরের শাসন দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নিঃস্ব করে দিয়েছে। শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো উপায় নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আরেকদিকে নারী-শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করছে। একদিকে সর্বহারা মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাড়ছে অতিধনীর সংখ্যা। পুঁজিপতি শ্রেণি তাদের অবাধ লুটপাটের স্বার্থে এই ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
বক্তারা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু, মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকারগুলো পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সর্বজনীন রেশনিং চালু, শ্রমিকদের জাতীয় মজুরি ন্যুনতম ২০ হাজার টাকা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে শস্য ক্রয়, কৃষিঋণ মওকুফ ও কৃষি খাতে ভর্তুকি বাড়ানোসহ শিক্ষা-চিকিৎসা নিয়ে ব্যবসা বন্ধের দাবি জানান।
সেই সাথে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ভোট, ভাত ও মতপ্রকাশের অধিকার পুনরুদ্ধার-রক্ষা করার জন্য এবং ব্যবস্থার আমূল পরিবর্তনে সর্বস্তরের জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে কমরেড উজ্জ্বল রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।