বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতারে সুধীজনের মিলনমেলা
সিলেটের বিশ্বনাথে সুধীজনদের সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার পার্টি পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মিলনমেলায়। এতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সকল দলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত সকলের শতঃস্ফূর্ত অংশগ্রহনে ইফতার মাহফিল একটি উৎসবে পরিণত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না। দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব জাতীয় মূলধারার গণমাধ্যম কর্মীদের ঠিকানা। প্রতিষ্ঠাকাল থেকেই এ ক্লাবের সদস্যরা সংবাদপত্রের মাধ্যমে বিশ্বনাথ উপজেলায় সরকারের সকল উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনমত তুলে ধরে নাগরিকদের প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। বিশ্বনাথবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি মডেল প্রেসক্লাব।
ইফতার পার্টিতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি তদন্ত মো. আব্দুস সালাম, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা এলজিডি সহকারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, সাবেক সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, বর্তমান ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী জাহান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মোহাম্মদ সুমন, শামীম আহমদ, রাসনা বেগম, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির আহমদ, সৌদী প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্র্যক ব্যাংকের ক্যাশিয়ার আব্দুস শহিদ, ইউপি সদস্য ওয়াব আলী, সংগঠক কবির আহমদ, আ.লীগ নেতা মো. রুকন মিয়া, সাবেক মেম্বার হেলাল মিয়া, সংগঠক কয়েছ মিয়া, ডা. হাদিস আকন্দ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, ব্র্যাক প্রতিনিধি মুক্তা রাণী নাথ, সংগঠক হিমেল আহমদ, হাবিবুর রহমান, আজাদ, প্রদীপ, মোস্তাক আহমদ, বিকাশ, ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ উজ্জল, বিল্লাল প্রমুখ।
প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য আশিক আলী, শুকরান আহমদ রানা, বদরুল ইসলাম মহসিন।