কদমতলী ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির ইফতার
সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেছেন, কদমতলী ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ওভারব্রিজ এলাকার যানজট নিরসনসহ অনেক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সততার সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন।
সোমবার (৩ এপ্রিল) কদমতলী ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কদমতলী ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের পরিচালনায় ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আলতা মিয়া, হিরা মিয়া, শফিকুর রহমান, মির্জা আলী হোসেন, বাবলু হোসেন হৃদয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কদমতলীর বাসিন্দা তরুণ সমাজসেবী মির্জা আলী আশরাফ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মির্জা এনামূল হক এনাম, সহ-সভাপতি আব্দুল মুমিন, ছাদেক আহমদ চৌধুরী, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলাল আহমদ মোহন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজন আহমদ, সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অছিউর রহমান (অমি), সমাজসেবা সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক অপু চন্দ, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল প্রমুখ।