ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে ও পরে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে ওসমানীনগরের ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রথমে গ্রেপ্তারকৃত তিন ডাকাত হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত চেনু মিয়া ওরফে ছেনু মিয়া মেরাজের ছেলে মোখলেছুর রহমান (৩৯), সিলেটের বালাগঞ্জ উপজেলার নসিয়রপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহর ছেলে আবুল হোসেন রিপন (৩৪) ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার রশিদপুর (আব্দুল্লাহপুর) গ্রামের জমির আলীর ছেলে সুজাত আলী (২৭)।
তাদের দেওয়া তথ্যমতে পরে অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলপাড়া গ্রামের মহিবুল্লাহর ছেলে নজরুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গত শনিবার রাতে উপজেলার ভাগলপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর, রিপন ও সুজাতকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি চাকু, ২টি বড় ছুরি, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি দা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে ডাকাত নজরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডাকাত মোখলেছুর রহমানের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় ২টি, এয়ারপোর্ট থানায় ৪টি, শাহপরাণ থানায় ২টি, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ১টি, চুনারুঘাট থানায় ১টি এবং মৌলভীবাজার জেলার জুড়ি থানায় ১টিসহ মোট ১২টি হত্যা, চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এগুলো আদালতে বিচারাধীন।
ডাকাত আবুল হোসেন রিপনের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি, বালাগঞ্জ থানায় ২টি, বিশ্বনাথ থানায় ১টি, ওসামানীনগর থানায় ১টি, কানাইঘাট থানায় ১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় ১টি ও এয়ারপোর্ট থানায় ১টিসহ মোট ৮টি চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
ডাকাত নজরুল ইসলামের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি ও ওসামানীনগর থানায় ৩টিসহ মোট ৪টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন।