পিএসজি সমর্থকদের রোষানলে মেসি
ক্যারিয়ারে এরকম অভিজ্ঞতা আগে হয়নি লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে এক যুগের বেশি সময় খেললেও কখনো সমর্থকদের দুয়ো শোনেননি এই আর্জেন্টাইন ফুটবল যাদুকর। তবে ফরাসি ক্লাব পিএসজিতে মাত্র দুই বছরেই সেই তেতো অভিজ্ঞতা হলো বেশ কয়েকবার।
মাত্র কয়েকদিন আগেই ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলতে নেমে সমর্থকদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। পিএসজির হয়ে খেলতে পেলেন হারের স্বাদ, সেই সাথে দর্শকদের দুয়ো।
যত সময় গড়াচ্ছে পিএসজির সঙ্গে ততই সম্পর্ক নষ্ট হচ্ছে মেসির। দলের ব্যর্থতার পিছনে একতরফাভাবে দায়ি করা হচ্ছে তাকে। অথচ এই মেসিকে বরণ করে নেওয়ার জন্য পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে যেন মেসি মেসি রব উঠেছিল।
রোববার (২ এপ্রিল) ঘরের মাঠে লিওঁর বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। এদিন ম্যাচ হারের জন্য অপেক্ষা করেননি সমর্থকরা, লাইন-আপ ঘোষণা হতেই মেসিকে নিয়ে দুয়োধ্বনি দেন তারা।
ফুটবল পাড়ায় গুঞ্জন, আগামী মৌসুমে আর মেসিকে আর পিএসজির জার্সিতে দেখা যাবে না। পিএসজির তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের ঘর বার্সেলোনায় ফিরছেন তিনি। যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।