সুনামগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
বিদ্যুৎ জ্বালানি তেল নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের অনিয়ম-লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (০১ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী।
এ সময় বক্তারা বলেন- চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষার উপকরণসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ সীমাহীন কষ্টে আছেন। দেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, সহ সভাপতি মাসুক আলম, সহ সভাপতি শেরেনুর আলী, সহ সভাপতি আনসার উদ্দিন, সহ সভাপতি নাদের আহমদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আনিসুল হক, সহ সভাপতি ফারুক আহমদ।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতম মিছবাহ, মোয়াজিম হোসেন সুজন, আব্দুল অদুদসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।