ঈদে বাড়ি ফেরা হলো না সিলেটের ব্যবসায়ী রেজাউলের
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৩০,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ১০৮ বার পঠিত
ঈদে বাড়ি ফেরা হলো না তরুণ ব্যসায়ী রেয়াজুল হক রেজার। সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে সড়কেই প্রান গেলো তরুণ এ ব্যবসায়ীর। শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সিলেট টু জকিগঞ্জ সড়কের আটগ্রাম ষ্টেশনের পশ্চিম পাশে আসামাত্র বীপরীত দিক ছুটে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রেজা।
রেয়াজুল হক রেজা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আলী খাঁ মহল্লার মৃত আব্দুল হক শমসু মিয়ার ছেলে। তিনি সিলেটের বটেশ্বর বাজারে পিউলি সুপার মার্কেটের হক কসমেটিক্স এন্ড গিফট কর্ণারের স্বত্বাধিকারী ছিলেন।
এদিকে তরুণ এই ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





