জুয়ায় ১ ঘণ্টায় কোটি টাকা খোয়ালেন নেইমার!
চোট নিয়ে মাঠের বাইরে নেইমার। কবে ফিরবেন সেটাও অনিশ্চিত। এমনি বাজে সময়ের মধ্যে পিএসজি তারকার মাঠের বাইরের সময়টাও ভালো যাচ্ছে না। কদিন আগেই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তার। এরপরই খবর এলো- জুয়া খেলতে গিয়ে ১০ লাখ ইউরো খুইয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। টাকার অঙ্কে যা প্রায় ১ কোটি ১৬ লাখ।
নিজ নিজ খেলার বাইরে ক্রীড়াঙ্গণের অনেক তারকাই পোকার খেলতে ভালোবাসেন। নেইমারও এর বাইরে নন। পোকার বা তাসের খেলায় তার নাম ডাকও আছে বলতে পারেন। কিন্তু খারাপ সময় যখন আসে চার দিক দিয়েই আসে। আর সেটাই ঘটেছে নেইমারের ক্ষেত্রে। অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই ১০ লাখ ইউরো খোয়ানোর কথা জানান পিএসজি তারকা।
১০ লাখ ইউরো হারিয়ে কান্নায় ভেঙে পড়ার অভিনয়ও করেছেন নেইমার। অনলাইন লাইভে এই অভিনয়ের সময় তার কাছের কাউকে বলতে শোনা যায় ‘৬০ মিনিটেই লাখপতি থেকে শূন্য।’ এ নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানানোর কথা জানিয়ে লাইভ বন্ধ করে দেন ব্রাজিল তারকা।