জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৩:২৯:৩৪,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৩ | সংবাদটি ৭৩ বার পঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ-এর বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট দুই ভাই আমেরিকা প্রবাসী ফারুক লস্কর ও শরীফ লস্কর। তারা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।
চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।