কসকনকপুর ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪৩,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৩ | সংবাদটি ১৫১ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন লস্কর গতকাল বুধবার আমেরিকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





